চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Chittagong Custom Bond Commissionerate Job Circular 2024

5/5 - (4 votes)

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Chittagong Custom Bond Commissionerate Job Circular 2024): ০২ পদে ০৮ জনের নিয়োগ প্রকাশ করেছে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কর্তৃপক্ষ। শুধুমাত্র প্রকৃত বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০৪ মার্চ ২০২৪ থেকে ০৩ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য http://cbcctg.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এ আবেদন করা যাবে। নিচে অনলাইনে আবেদনের পদ্ধতি ও চাকরি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এ আবেদন করার জন্য চাকুরী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য, ব্যক্তিগত সকল তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষর চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কর্তৃপক্ষের চাকরির আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের নির্দিষ্ট ফরম পূরণ করে আগামী ০৪ মার্চ ২০২৪ থেকে ০৩ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনের নির্দিষ্ট ফরম ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ ২০২৪ সংক্রান্ত সকল তথ্য জানার জন্য https://www.cbcctg.gov.bd/ নিজস্ব এই ওয়েবসাইট ভিজিট করুন। আবেদন করার জন্য উল্লেখিত চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে পদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আছে কিনা তা সম্পর্কে জানুন। (বিভিন্ন পদে অভিজ্ঞতার প্রয়োজন হয় না।) শিক্ষাগত যোগ্যতা সরকারি সনদ/সার্টিফিকেট অনুযায়ী মূল্যায়ন করা হবে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ ২০২৪ সার্কুলার

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Custom Bond Commissionerate, Chittagong job circular 2024) এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ ভিত্তিক আবেদন করতে পারবেন। শুধুমাত্র যেই সকল চাকুরী প্রার্থীদের বয়স ১৮-৩০ বছরের মাঝে সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার কোটা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮-৩২ বছর পর্যন্ত আবেদন করার বয়স বৃদ্ধি করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ ২০২৪ এ অনলাইনে আবেদনকারীকে অফেরতযোগ্য পদ অনুযায়ী ১০০ ও ২০০/- টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ ১১২ ও ২২৩/- টাকা পরিশোধ করতে হবে। এই টাকা শুধুমাত্র Teletalk Pre-paid SIM থেকে দুটি SMS করে পরিশোধ করা যাবে। অনলাইনে আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে উক্ত টাকা পরিশোধ না করলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ 2024 বাংলাদেশের কিছু জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আবেদন করার আগে আপনি জেলার দিক দিয়ে যোগ্য প্রার্থী কিনা বা আপনি যে জেলায় অবস্থান করেন সে জেলার নাগরিকগণ আবেদন করতে পারবে কিনা সে সম্পর্কে জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন। নোটিশটি নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ ২০২৪

নিয়োগকর্তা প্রতিষ্ঠানচট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট
প্রতিষ্ঠানের ধরণসরকারি
চাকরির ধরণসরকারি চাকরি
পদের ধরণঅস্থায়ী সরকারি চাকরি
প্রকাশের তারিখ২০ ফেব্রুয়ারি ২০২৪
প্রকাশ মাধ্যমdoinik jugantor
পদের ক্যাটাগরি০২ টি
পদের লোক সংখ্যা০৮ জন
লিঙ্গপুরুষ মহিলা (উভয়)
শিক্ষাগত যোগ্যতাJSC, SSC, HSC, স্নাতক বা সমমানের ডিগ্রি ও অন্যান্য।
নির্ধারিত বয়স১৮-৩০ বছর (০৪ মার্চ ২০২৪)
বেতন গ্রেড১৬তম হতে ১৭তম (২০১৫ অনুযায়ী)
নির্ধারিত বেতন৯,০০০/- টাকা থেকে ২২,৪৯০/- টাকা
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন করেত হবে।
আবেদন শুরু০৪ মার্চ ২০২৪ সকাল ১০.০০ ঘটিকা
আবেদন শেষ০৩ এপ্রিল ২০২৪ বিকাল ৫.০০ ঘটিকা
আবেদনের ওয়েবসাইটhttp://cbcctg.teletalk.com.bd/
প্রতিষ্ঠানে ওয়েবসাইটhttps://www.cbcctg.gov.bd/

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ইমেজ/pdf

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার পূর্বে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন। নোটিশে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান। সে পদ সম্পর্কে বিস্তারিত ভাবে আগে জানুন এবং পদের নাম জেনে এই পেজে দেওয়া নিয়মাবলী অনুসরণ করে আবেদন করুন। আবেদন করার ক্ষেত্রে আপনার সঠিক তথ্য ব্যবহার করুন। সঠিক তথ্য সঠিক জায়গায় পূরণ করে তারপর আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করার সুযোগ নেই। তাই খুব সতর্কতা অবলম্বন করে আবেদন করুন।

আরো চাকরির খবর

Chittagong Custom Bond Commissionerate 001

আবেদন শুরুর তারিখ: ০৪ মার্চ ২০২৪ সকল ১০ ঘটিকা

আবেদনের সময়সীমা: ০৩ এপ্রিল ২০২৪ বিকাল ৫ ঘটিকা

আবেদন করার ওয়েবসাইট

http://cbcctg.teletalk.com.bd/

সতর্কতা: চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরিতে আবেদন করার ক্ষেত্রে আবেদন করার ফ্রি ব্যতীত অন্য যেকোন ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য আহবান করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট সরকারি চাকরিতে আর্থিক লেনদেন করে লাভবান বা চাকরি পাওয়ার সুযোগ নেই। নিজ যোগ্যতায় আবেদন প্রক্রিয়া অনুযায়ী আবেদন করে সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ে তুলুন। আর্থিক লেনদেন করে প্রতারিত হলে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট কর্তৃপক্ষ এবং bdgovt.com কর্তৃপক্ষ কোন দায়ভার নেবে না।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরিতে অনলাইনে আবেদনের নিয়ম

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরি ২০২৪ আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়! আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হবে। (পদ অনুযায়ী ভিন্নতা রয়েছে)। অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া পদ্ধতিতে আবেদন করতে হবে।

  • প্রথমে http://cbcctg.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর “Apply Now” এখানে ক্লিক করুন।
  • আপনার পছন্দের পদ নির্বাচন করুন এবং Next চাপুন।
  • টেলিটক ওয়েবসাইটের Premium Member হলে YES আর না হলে NO সিলেক্ট করুন।
  • চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরির ফরম আপনার সকল তথ্য দ্বারা পূরণ করুন।
  • পরবর্তী পেজে যাওয়ার জন্য Next বাটনে ক্লিক করুন।
  • তথ্যগুলো পুনরায় মনোযোগ সহকারে দেখুন এবং নিচের দিকে চলে যান।
  • আপনার রঙ্গিন ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করুন।(১)
  • Submit বাটনে ক্লিক করে আবেদন শেষ করুন।

এখন চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর “Applicant’s Copy” আপনার মোবাইল বা কম্পিউটারের সংরক্ষণ করুন এবং প্রিন্ট করে সংরক্ষণ করুন।

(১) চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এ আবেদন করার জন্য আপনার রঙিন ছবির সাইজ 300 Pixel X 300 Pixel এবং স্বাক্ষরের সাইজ 300 Pixel X 80 Pixel হতে হবে। রঙিন ছবি সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের 60 KB এর মধ্যে থাকতে হবে। ছবি গুলির ফরম্যাট .jpg অথবা .jpeg হতে হবে।

SMS করে ফি জমা দেওয়ার পদ্ধতি- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি 2024

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর এপ্লিকেন্ট’স কপিতে আপনাকে User ID দেওয়া হবে এবং আবেদনটি সম্পূর্ণ করার জন্য অফেরতযোগ্য অর্থ আপনাকে কাঙ্খিত User ID ব্যবহার করে পরিশোধ করতে হবে। তবে লক্ষ্য রাখা জরুরি ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর আবেদনের ফ্রি পরিশোধ করার জন্য আবেদন ফরম প্রিন্ট করে তারপর ওপেন করুনে এবং নিচের দিকে দেওয়া নিয়মাবলী অনুসরণ করে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দুইটা SMS করে আবেদনের ফ্রি পরিশোধ করুন।

SMS করার জন্য নিচে সংযুক্ত করা উদাহরণস্বরূপ SMS পদ্ধতি অবলম্বন করুন। SMS করার আগে আপনার ডিভাইসে টেলিটক প্রিপেইড সিম প্রবেশ করান তারপর আপনার মোবাইলের Message অপশনে যান এবং নিচে সংযুক্ত করা চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর আবেদনের পদ্ধতি অনুসরণ করুন।

১ম SMS: CBCCTG <Space>  User ID লিখুন তারপর 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরণ: CBCCTG BDGOVT সেন্ড ১৬২২২।

প্রথম SMS করার পর আপনার মোবাইলে একটি PIN নম্বর পাঠানো হবে। সেই PIN নাম্বারটি দ্বিতীয় SMS এ ব্যবহার করুন।

২য় SMS: CBCCTG <Space> YES <Space> PIN লিখুন তারপর 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরণ: CBCCTG YES 123456 সেন্ড ১৬২২২।

দ্বিতীয় SMS পাঠানোর পর আপনার মোবাইলে কনফার্মেশন একটি মেসেজ পাবেন এবং তার সঙ্গে একটি User ID ও Password আপনাকে দেওয়া হবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংগ্রহে রাখুন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড এডমিট কার্ড (Admit Card) সংগ্রহের সময় প্রয়োজন হবে।

ইউজার আইডি এবং পাসওয়ার্ড অথবা পিন ভুলে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করে পুনরুদ্ধার বা রিকভার করুন।

পাসওয়ার্ড/পিন ভুলে গেলে ইউজার আইডি ব্যবহার করে পাসওয়ার্ড/পিন পুনরুদ্ধার করার জন্য এই পদ্ধতি অনুসরণ করুন।

প্রথমে আপনার টেলিটকের প্রিপেইড সিমের মেসেজ অপশন এ যান এবং লিখুন:

CBCCTG <Space> Help <Space> User <Space> User ID লিখুন তারপর 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরণ: CBCCTG Help User BDGOVT পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

ইউজার আইডি ভুলে গেলে পিন/পাসওয়ার্ড ব্যবহার করে ইউজার আইডি পুনরুদ্ধার করার জন্য এই পদ্ধতি অনুসরণ করুন।

CBCCTG <Space> Help <Space> PIN <Space> PIN/Password লিখুন তারপর 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

উদাহরণ: CBCCTG Help PIN 123456 পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

বিশেষ দ্রষ্টব্য: চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে কোন সমস্যার সমাধানে টেলিটক সিম থেকে 121 অথবা 01500121121 এই নাম্বারে কল করে সমাধান নিতে পারেন। আপনি চাইলে ইমেইল করার মাধ্যমেও আপনার কাঙ্খিত সমস্যার সমাধান পেতে পারবেন। সেজন্যে আপনাকে vas.query@teletalk.com.bd অথবা alljobs.query.teletalk.com.bd এই Email Address এর মাধ্যমে E-Mail করে সমস্যার সমাধান পেতে পারেন। আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও আপনার সমস্যার সমাধান পেতে পারেন সেজন্য আপনাকে টেলিটকের এই ফেসবুক https://www.facebook.com/alljobsbdTeletalk/ পেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সাহায্য পাওয়ার জন্য চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরিতে আবেদনের পদের নাম, User ID ও Contact নাম্বার জানা থাকতে হবে।

CBCCTG নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (CBC CTG Job Circular 2024) সম্পর্কে যে কোন সমস্যার সমাধানে bdgovt.com এর কমেন্টস বক্সে আপনার সমস্যাটি তুলে ধরুন।

আরও চাকরির খবর ২০২৪

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরির প্রবেশপত্র

আপনি যদি অনলাইনে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর সকল তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন করে থাকেন এবং যোগ্যপ্রার্থী হয়ে থাকেন তাহলে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। সেই সময় আপনার User ID এবং Password ব্যবহার করে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট প্রতিষ্ঠানের এডমিট কার্ড (Admit Card) সংগ্রহ করা যাবে আবেদন সাবমিট করার এই http://cbcctg.teletalk.com.bd/ থেকে। User ID এবং Password আবেদনের ফ্রি পরিশোধ করার সময় আপনার মোবাইলে দেওয়া হবে তা সংগ্রহ করে সংরক্ষণ করুন। আপনি চাইলে Applicant’s Copy থেকে ও ইউজার আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরির পরীক্ষার সময়সূচি

আপনি যদি চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর সিলেক্ট হয়ে থাকেন তাহলে আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময়সূচি, স্থান সহ সকল বিষয়ে আপনাকে আপনার কাঙ্খিত ইমেইল এবং মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই সর্বদাই আপনার E-Mail এবং Mobile নাম্বারটি সচল রাখুন এবং প্রতিনিয়তই SMS এবং Mail চেক করুন।

মৌখিক পরীক্ষা – চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর মৌখিক পরীক্ষার সময় সকল সার্টিফিকেটের মূল কপি এবং আবেদনের কপি ও নিচের সংযুক্ত করা সকল সনদপত্রের সত্যায়িত কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও যদি অন্য কোন তথ্য সংযুক্ত করতে হয় তাহলে নোটিশে উল্লেখ থাকবে।

 চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট এর মৌখিক পরীক্ষার সময় যে সকল Documents নিয়ে যেতে হবে।

  • পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত (০৩ কপি) ছবি।
  • শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সকল সনদ/সার্টিফিকেট এর ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র (NID Card) এর সত্যায়িত ফটোকপি।
  • জন্ম নিবন্ধনের অনলাইন সত্যায়িত ফটোকপি।
  • নাগরিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • চারিত্রিক সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
  • স্থায়ী বাসিন্দা সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

Chittagong Custom Bond Commissionerate Job Circular 2024

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরি ২০২৪ সম্পর্কে আশা করছি সকল তথ্য সম্পর্কে জানতে এবং অনলাইনে আবেদন করতে সক্ষম হয়েছেন। আর এখনো যদি চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরিতে আবেদন না করে থাকেন তাহলে আপনি যদি যোগ্য চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মাঝে আবেদন করুন। হতে পারে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট চাকরির খবর ২০২৪ এ ক্যারিয়ার গড়তে পারবেন। আবেদন করার জন্য উপযুক্ত পদটি নির্বাচন করুন এবং দ্রুত আবেদন করুন।

চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (CBCCTG Job Circular 2024) সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। এছাড়াও বাংলাদেশের সকল চাকরির খবর দেখতে https://bdgovt.com ভিজিট করুন।

Leave a Comment