বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh Army Sainik Job Circular 2024): ০৬ টি পদে ৪৩১ জনের বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে। শুধুমাত্র প্রকৃত বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা অর্জনকারী চাকরি প্রার্থীরা এসএমএস ও অনলাইনের মাধ্যমে এর মাধ্যমে আগামী ১৪ মার্চ ২০২৪ থেকে ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করা যাবে। নিচে অনলাইনে ও SMS এর মাধ্যমে আবেদনের পদ্ধতি ও চাকরি সংক্রান্ত সকল তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করার জন্য চাকুরী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য, ব্যক্তিগত সকল তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষর বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্তৃপক্ষের চাকরির আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের নির্দিষ্ট ফরম পূরণ করে এবং এসএমএস এর মাধ্যমে আগামী ১৪ মার্চ ২০২৪ থেকে ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনের নির্দিষ্ট ফরম ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ ২০২৪ সংক্রান্ত সকল তথ্য জানার জন্য https://www.army.mil.bd ও https://joinbangladesharmy.army.mil.bd/ নিজস্ব এই ওয়েবসাইট ভিজিট করুন। আবেদন করার জন্য উল্লেখিত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এর আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে পদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আছে কিনা তা সম্পর্কে জানুন। (বিভিন্ন পদে অভিজ্ঞতার প্রয়োজন হয় না।) শিক্ষাগত যোগ্যতা সরকারি সনদ/সার্টিফিকেট অনুযায়ী মূল্যায়ন করা হবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ ২০২৪ সার্কুলার
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh Army Soldier Job Circular 2024) এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ ভিত্তিক আবেদন করতে পারবেন। ট্রেড-২ শুধুমাত্র যেই সকল চাকুরী প্রার্থীদের বয়স ১৭-২০ ও নির্দিষ্ট পদে অভিজ্ঞতা স্বয়ংসম্পূর্ণ দের জন্য বয়স ১৭-২১ বছরের মাঝে রয়েছেন সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন।
বয়স নির্ধারণ।
বয়স | ১৭-২০ বছর (০৯ ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে) |
নির্দিষ্ট পদে অভিজ্ঞতার ক্ষেত্রে | ১৭-২১ বছর (০৯/০২/২০২৫ এর মাঝে) |
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ ২০২৪ এ অনলাইনে আবেদনকারীকে অফেরতযোগ্য ভর্তি পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০/- টাকা। সর্বমোটঃ ৩০০/- টাকা পরিশোধ করতে হবে। মোবাইলের ব্যালেন্সে ৩০০ টাকার অধিক রেখে তারপর আবেদন করুন।
শারীরিক মান।
ক্রমিক নং | শারীরিক যোগ্যতা | পুরুষদের ক্ষেত্রে | মহিলাদের ক্ষেত্রে |
০১ | উচ্চতা ন্যূনতম | ৫ ফুট ৫ ইঞ্চি ৫ ফুট ৪ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) | ৫ ফুট ১ ইঞ্চি ৫ ফুট ০ ইঞ্চি (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) |
০২ | ওজন ন্যূনতম | ৪৯.৯০ কেজি | ৪৭ কেজি |
০৩ | বুকের মাপ ন্যূনতম | স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি | স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি |
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ ২০২৪
নিয়োগকর্তা প্রতিষ্ঠান | বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে |
প্রতিষ্ঠানের ধরণ | সরকারি |
চাকরির ধরণ | সরকারি ডিফেন্স চাকরি |
পদের ধরণ | স্থায়ী সরকারি চাকরি |
প্রকাশের তারিখ | ০৮ মার্চ ২০২৪ |
প্রকাশ মাধ্যম | doinik ittefaq |
পদের ক্যাটাগরি | ট্রেড-২ (বিশেষ পেশা) |
পদ সংখ্যা | ০৬ টি |
পদের লোক সংখ্যা | ৪৩১ জন (৩১৮+২৮+৩+৪৭+২০+১৫) |
লিঙ্গ | পুরুষ মহিলা (উভয়) |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত বা বিপত্নীক (যাদের স্বামী বা স্ত্রী মারা গেছেন) |
শিক্ষাগত যোগ্যতা | এসএসসি বা সমমানের পরিক্ষায় ২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। |
নির্ধারিত বয়স | ১৭-২১ বছর (০৯ ফেব্রুয়ারি ২০২৫) |
আবেদন পদ্ধতি | এসএমএস ও অনলাইনে আবেদন করতে হবে। |
আবেদন শুরু | ১৪ মার্চ ২০২৪ |
আবেদন শেষ | ০৫ এপ্রিল ২০২৪ |
আবেদনের ওয়েবসাইট | http://sainik.teletalk.com.bd |
প্রতিষ্ঠানে ওয়েবসাইট | https://www.army.mil.bd |
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ইমেজ/pdf
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার পূর্বে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন। নোটিশে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান। সে পদ সম্পর্কে বিস্তারিত ভাবে আগে জানুন এবং পদের নাম জেনে এই পেজে দেওয়া নিয়মাবলী অনুসরণ করে আবেদন করুন। আবেদন করার ক্ষেত্রে আপনার সঠিক তথ্য ব্যবহার করুন। সঠিক তথ্য সঠিক জায়গায় পূরণ করে তারপর আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করার সুযোগ নেই। তাই খুব সতর্কতা অবলম্বন করে আবেদন করুন।
আরো চাকরির খবর
আবেদন শুরুর তারিখ: ১৪ মার্চ ২০২৪
আবেদনের সময়সীমা: ০৫ এপ্রিল ২০২৪
আবেদন করার ওয়েবসাইট
http://sainik.teletalk.com.bd
সতর্কতা: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিতে আবেদন করার ক্ষেত্রে আবেদন করার ফ্রি ব্যতীত অন্য যেকোন ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য আহবান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সরকারি চাকরিতে আর্থিক লেনদেন করে লাভবান বা চাকরি পাওয়ার সুযোগ নেই। নিজ যোগ্যতায় আবেদন প্রক্রিয়া অনুযায়ী আবেদন করে সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ে তুলুন। আর্থিক লেনদেন করে প্রতারিত হলে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্তৃপক্ষ এবং bdgovt.com কর্তৃপক্ষ কোন দায়ভার নেবে না।
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করার ক্ষেত্রে নিম্নে উল্লেখিত জেলা কোড ব্যবহার করে আবেদন করার জন্য কর্তৃপক্ষ থেকে নির্দেশ করা হয়েছে। জেলা কোটা অনুযায়ী সেনাবাহিনীতে চাকরি প্রদান করা হবে। এক জেলার চাকরি প্রার্থী অন্য জেলার কোড ব্যবহার করে আবেদন করা নিষিদ্ধ। শুধুমাত্র জেলা কোটা অনুযায়ী সেনাবাহিনীতে ভর্তি করা হয়ে থাকে।
জেলা | কোড | জেলা | কোড | জেলা | কোড | জেলা | কোড |
পঞ্চগড় | ০১ | কুষ্টিয়া | ১৭ | নেত্রকোনা | ৩৩ | শরীয়তপুর | ৪৯ |
ঠাকুরগাঁও | ০২ | মেহেরপুর | ১৮ | ময়মনসিংহ | ৩৪ | সুনামগঞ্জ | ৫০ |
দিনাজপুর | ০৩ | চুয়াডাঙ্গা | ১৯ | শেরপুর | ৩৫ | সিলেট | ৫১ |
নীলফামারী | ০৪ | ঝিনাইদহ | ২০ | জামালপুর | ৩৬ | মৌলভীবাজার | ৫২ |
লালমনিরহাট | ০৫ | মাগুরা | ২১ | টাঙ্গাইল | ৩৭ | হবিগঞ্জ | ৫৩ |
রংপুর | ০৬ | নড়াইল | ২২ | কিশোরগঞ্জ | ৩৮ | ব্রাহ্মণবাড়িয়া | ৫৪ |
কুড়িগ্রাম | ০৭ | যশোর | ২৩ | মানিকগঞ্জ | ৩৯ | কুমিল্লা | ৫৫ |
গাইবান্ধা | ০৮ | সাতক্ষীরা | ২৪ | ঢাকা | ৪০ | চাঁদপুর | ৫৬ |
জয়পুরহাট | ০৯ | খুলনা | ২৫ | গাজীপুর | ৪১ | লক্ষ্মীপুর | ৫৭ |
বগুড়া | ১০ | বাগেরহাট | ২৬ | নরসিংদী | ৪২ | নোয়াখালী | ৫৮ |
নওগাঁ | ১১ | পিরোজপুর | ২৭ | নারায়ণগঞ্জ | ৪৩ | ফেনী | ৫৯ |
নাটোর | ১২ | ঝালকাঠি | ২৮ | মুন্সিগঞ্জ | ৪৪ | চট্টগ্রাম | ৬০ |
চাঁপাইনবাবগঞ্জ | ১৩ | বরিশাল | ২৯ | ফরিদপুর | ৪৫ | কক্সবাজার | ৬১ |
রাজশাহী | ১৪ | ভোলা | ৩০ | রাজবাড়ী | ৪৬ | খাগড়াছড়ি | ৬২ |
সিরাজগঞ্জ | ১৫ | পটুয়াখালী | ৩১ | গোপালগঞ্জ | ৪৭ | রাঙ্গামাটি | ৬৩ |
পাবনা | ১৬ | বরগুনা | ৩২ | মাদারীপুর | ৪৮ | বান্দরবান | ৬৪ |
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিতে এসএমএস ও অনলাইনে আবেদনের নিয়ম
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি ২০২৪ আবেদন করার জন্য SMS ও অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়! আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হবে। (পদ অনুযায়ী ভিন্নতা রয়েছে)। এসএমএস ও অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন ও ফি পরিশোধ করার ক্ষেত্রে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করতে হবে। এসএমএস করার ক্ষেত্রেও টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করা বাধ্যতামূলক।
সর্বমোট ০৩ টা ধাপে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করতে হবে। ধাপ ০৩ টি হলঃ
১ম ধাপঃ এসএমএস করার মাধ্যমে নিশ্চিত হতে হবে আপনি আবেদন করার জন্য উপযুক্ত কিনা।
২য় ধাপঃ উপযুক্ত প্রার্থীকে SMS এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।
৩য় ধাপঃ নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফরম জমা দিতে হবে।
১ম ধাপঃ নিম্নে উল্লেখিত পদ্ধতিতে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য উপযুক্ত প্রার্থী কিনা তা যাচাই করে নিন। (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে SMS করুন)
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন।
পুরুষদের ক্ষেত্রেঃ SAINIK <Space> এসএসসি পরীক্ষার বোর্ডের তিনটি সংখ্যা লিখুন <Space> রুল <Space> পাশের সন <Space> জেলা কোড <Space> T2 <Space> ট্রেড কোড লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ SAINIK DHA 4586214 2024 35 T2 101 লিখে 16222 নাম্বারে SMS করুন।
মহিলাদের ক্ষেত্রেঃ FSAINIK <Space> এসএসসি পরীক্ষার বোর্ডের তিনটি সংখ্যা লিখুন <Space> রুল <Space> পাশের সন <Space> জেলা কোড <Space> T2 <Space> ট্রেড কোড লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ FSAINIK DHA 4586214 2024 35 T2 101 লিখে 16222 নাম্বারে SMS করুন।
সেনাসন্তানদের ক্ষেত্রে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
পুরুষদের ক্ষেত্রে: SAINIK <Space> এসএসসি পরীক্ষার বোর্ডের তিনটি সংখ্যা লিখুন <Space> রুল <Space> পাশের সন <Space> জেলা কোড <Space> SST2 <Space> ট্রেড কোড লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ SAINIK DHA 4586214 2024 35 SST2 101 লিখে 16222 নাম্বারে SMS করুন।
মহিলাদের ক্ষেত্রে: FSAINIK <Space> এসএসসি পরীক্ষার বোর্ডের তিনটি সংখ্যা লিখুন <Space> রুল <Space> পাশের সন <Space> জেলা কোড <Space> SST2 <Space> ট্রেড কোড লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ FSAINIK DHA 4586214 2024 35 SST2 101 লিখে 16222 নাম্বারে SMS করুন।
SSC পরীক্ষার বোর্ড কোড এর সহায়তা পেতে নিচে দেখুন।
বোর্ডের নাম | বোর্ড কোড |
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় | BOU |
কারিগরি শিক্ষা বোর্ড | TEC |
ঢাকা | DHA |
বরিশাল | BAR |
চট্টগ্রাম | CHI |
কুমিল্লা | COM |
দিনাজপুর | DIN |
যশোর | JES |
ময়মনসিংহ | MYM |
রাজশাহী | RAJ |
সিলেট | SYL |
মাদরাসা | MAD |
২য় ধাপঃ প্রথম এসএমএস করার পর আবেদন করার ক্ষেত্রে যোগ্য প্রার্থীদেরকে এসএমএস এর মাধ্যমে একটি পিন নাম্বার দেওয়া হবে। যোগ্য প্রার্থী আবেদন প্রক্রিয়া বহাল রাখতে নিচে দেওয়া পদ্ধতি মাধ্যমে এসএমএস করে কাঙ্খিত পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, পর্যাপ্ত পরিমাণ টাকা টেলিটক প্রিপেইড সিমে রেখে তারপর নিচের পদ্ধতি অনুসরণ করুন।
পুনরায় আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন।
পুরুষদের ক্ষেত্রে: SAINIK <Space> YES <Space> এসএমএসে পাঠানো PIN NUMBER <Space> আপনার মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ SAINIK YES 458756 01XXXXXXXXX লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
মহিলাদের ক্ষেত্রে: FSAINIK <Space> YES <Space> এসএমএসে পাঠানো PIN NUMBER <Space> আপনার মোবাইল নাম্বার লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ FSAINIK YES 458756 01XXXXXXXXX লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন।
৩য় ধাপঃ সঠিকভাবে দ্বিতীয় এসএমএস সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীকে এসএমএসের মাধ্যমে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। উক্ত USER ID এবং Password ব্যবহার করে আবেদন ফরম পূরণ করতে হবে। নিচের পদ্ধতিতে আবেদন ফরম পূরণ করুন।
- প্রথমে http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর আপনার User ID এবং Password দ্বারা লগইন করুন।
- এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ফরম আপনার সকল তথ্য দ্বারা পূরণ করুন।
- পরবর্তী পেজে যাওয়ার জন্য Next বাটনে ক্লিক করুন।
- তথ্যগুলো পুনরায় মনোযোগ সহকারে দেখুন এবং নিচের দিকে চলে যান।
- আপনার রঙ্গিন ছবি সংযুক্ত করুন।(১)
- Submit বাটনে ক্লিক করে আবেদন শেষ করুন।
এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এর “Applicant’s Copy” আপনার মোবাইল বা কম্পিউটারের সংরক্ষণ করুন এবং প্রিন্ট করে সংরক্ষণ করুন।
(১) বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে এ আবেদন করার জন্য আপনার রঙিন ছবির সাইজ 300 Pixel X 300 Pixel হতে হবে। রঙিন ছবি সর্বোচ্চ 100 KB এর মধ্যে থাকতে হবে।
ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে গেলে নিচের পদ্ধতি অনুসরণ করে পুনরুদ্ধার বা রিকভার করুন।
প্রথমে আপনার টেলিটকের প্রিপেইড সিমের মেসেজ অপশনে গিয়ে লিখুন:
পুরুষদের ক্ষেত্রে: SAINIK <Space> HELP <Space> এসএসসি পরীক্ষার বোর্ডের তিনটি সংখ্যা লিখুন <Space> রুল <Space> পাশের সন <Space> জেলা কোড লিখে 6596 নাম্বারে পাঠিয়ে দিন।
অথবা SAINIK <Space> HELP <Space> PIN লিখে 6596 নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ SAINIK HELP DHA 4586214 2024 35 লিখে 6596 নাম্বারে SMS করুন।
অথবা উদাহরণঃ SAINIK HELP PIN 45862 লিখে 6596 নাম্বারে SMS করুন।
মহিলাদের ক্ষেত্রে: FSAINIK <Space> HELP <Space> এসএসসি পরীক্ষার বোর্ডের তিনটি সংখ্যা লিখুন <Space> রুল <Space> পাশের সন <Space> জেলা কোড লিখে 6596 নাম্বারে পাঠিয়ে দিন।
অথবা FSAINIK <Space> HELP <Space> PIN লিখে 6596 নাম্বারে পাঠিয়ে দিন।
উদাহরণঃ FSAINIK HELP DHA 4586214 2024 35 লিখে 6596 নাম্বারে SMS করুন।
অথবা উদাহরণঃ FSAINIK HELP PIN 45862 লিখে 6596 নাম্বারে SMS করুন।
বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে কোন সমস্যার সমাধানে টেলিটক সিম থেকে 121 অথবা 01500121121 এই নাম্বারে কল করে সমাধান নিতে পারেন। আপনি চাইলে ইমেইল করার মাধ্যমেও আপনার কাঙ্খিত সমস্যার সমাধান পেতে পারবেন। সেজন্যে আপনাকে [email protected] এই Email Address এর মাধ্যমে E-Mail করে সমস্যার সমাধান পেতে পারেন। আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও আপনার সমস্যার সমাধান পেতে পারেন সেজন্য আপনাকে টেলিটকের এই ফেসবুক https://www.facebook.com/alljobsbdTeletalk/ পেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে। সাহায্য পাওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিতে আবেদনের পদের নাম, User ID ও Contact নাম্বার জানা থাকতে হবে।
SAINIK নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২৩ (SAINIK Job Circular 2024) সম্পর্কে যে কোন সমস্যার সমাধানে bdgovt.com এর কমেন্টস বক্সে আপনার সমস্যাটি তুলে ধরুন।
আরও চাকরির খবর ২০২৪
- চলমান সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – Govt Job Circularবাংলাদেশের সকল সরকারি চাকরি ২০২৪ এই পেজে প্রকাশ করা হয়েছে। এই পেজটি আমরা সরকারি চাকরি প্রার্থীদের জন্যও তৈরি করেছি। এক …
- বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার – Bangladesh Army Job Circular 2024বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার (Bangladesh Army Job Circular 2024): ৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজিতে অনির্দিষ্ট …
- সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৫ জুলাই ২০২৪সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ০৫ জুলাই ২০২৪ প্রকাশিত হয়েছে। প্রতি শুক্রবার বাংলাদেশে চাকরির খবরের জনপ্রিয় পত্রিকা প্রকাশ করা হয়। আমরা …
প্রবেশপত্র – Bangladesh Army Job Circular 2024 Sainik
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পর প্রার্থীকে আবেদন করার ৭ দিনের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহ করে প্রিন্ট করে রাখার জন্য বলা হয়েছে। ৭ দিনের পর আর প্রবেশপত্র সংগ্রহ করা যাবে না।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির ভর্তি পরীক্ষার সময়সূচি ও স্থান
আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন জমা দিয়ে থাকেন তাহলে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের স্থান ও সময়সূচি সহ সকল বিষয়ে আপনার কাঙ্খিত মোবাইল নাম্বারে ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাই সর্বদাই আপনারMobile নাম্বারটি সচল রাখুন এবং প্রতিনিয়তই SMS চেক করুন।
নির্বাচনী পদ্ধতি – সেনাবাহিনীর সৈনিক পদ
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে উল্লেখিত মাধ্যমের যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
- স্বাস্থ্য পরীক্ষা
- শারীরিক পরীক্ষা
- লিখিত পরীক্ষা
- ও সাক্ষাৎকারের মাধ্যম
সঙ্গে আনতে হবে – বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর ভর্তির সময় সকল সার্টিফিকেটের মূল কপি এবং আবেদনের কপি ও নিচের সংযুক্ত করা সকল সনদপত্রের সত্যায়িত মূল/কপি সঙ্গে নিয়ে যেতে হবে। এছাড়াও যদি অন্য কোন তথ্য সংযুক্ত করতে হয় তাহলে নোটিশে উল্লেখ থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ভর্তির সময় যে সকল Documents নিয়ে যেতে হবে।
- শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
- স্থায়ী ঠিকানা ও জন্মতারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র।
- অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র। অবশ্যই সত্যায়িত হতে হবে।
- নাগরিক ও চারিত্রিক সনদপত্রের মূল কপি।
- জাতীয় পরিচয়পত্র (NID Card) এর সত্যায়িত ফটোকপি।
- জন্ম নিবন্ধনের অনলাইন সত্যায়িত ফটোকপি।
- পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৬ কপি রঙিন ছবি।
- সদ্য তোলা স্ট্যাম্প সাইজের ০২ কপি রঙিন ছবি।
- সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক।
- লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল ও ইত্যাদি।
- উপজাতিদের ক্ষেত্রে তাদের কর্তৃক সত্যায়িত সনদপত্র।
- নির্দিষ্ট কাজের সনদপত্র।
- অনলাইনে আবেদনের প্রবেশপত্র।
Bangladesh Army Sainik Job Circular 2024
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি ২০২৪ সম্পর্কে আশা করছি সকল তথ্য সম্পর্কে জানতে এবং অনলাইনে আবেদন করতে সক্ষম হয়েছেন। আর এখনো যদি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরিতে আবেদন না করে থাকেন তাহলে আপনি যদি যোগ্য চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মাঝে আবেদন করুন। হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির খবর ২০২৪ এ ক্যারিয়ার গড়তে পারবেন। আবেদন করার জন্য উপযুক্ত পদটি নির্বাচন করুন এবং দ্রুত আবেদন করুন।
বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (bangladesh senabahini sainik job circular 2024) সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। এছাড়াও বাংলাদেশের সকল চাকরির খবর দেখতে https://bdgovt.com ভিজিট করুন।