বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার – Bangladesh Army Job Circular 2024

4.2/5 - (208 votes)

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার (Bangladesh Army Job Circular 2024): ৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজিতে অনির্দিষ্ট পদে নিয়োগ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ। শুধুমাত্র প্রকৃত বাংলাদেশের শিক্ষাগত যোগ্যতা স্বয়ংসম্পূর্ণ চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ০৫ জুলাই ২০২৪ থেকে ১০ আগস্ট ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য https://joinbangladesharmy.army.mil.bd/ ও সৈনিক পদের জন্য http://sainik.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করা যাবে। নিচে অনলাইনে আবেদনের পদ্ধতি ও চাকরি সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার জন্য চাকুরী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার তথ্য, ব্যক্তিগত সকল তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষর বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষের চাকরির আবেদনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের নির্দিষ্ট ফরম পূরণ করে আগামী ০৫ জুলাই ২০২৪ থেকে ১০ আগস্ট ২০২৪ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনের নির্দিষ্ট ফরম ব্যতীত অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সংক্রান্ত সকল তথ্য জানার জন্য https://www.army.mil.bd/ নিজস্ব এই ওয়েবসাইট ভিজিট করুন। আবেদন করার জন্য উল্লেখিত বাংলাদেশ সেনাবাহিনী এর আবেদনের ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন করার পূর্বে পদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা আছে কিনা তা সম্পর্কে জানুন। শিক্ষাগত যোগ্যতা সরকারি সনদ/সার্টিফিকেট অনুযায়ী মূল্যায়ন করা হবে।

ক্রমিক নংশারীরিক যোগ্যতাপুরুষদের ক্ষেত্রেমহিলাদের ক্ষেত্রে
উচ্চতা হতে হবে৫ ফুট ৪ ইঞ্চি৫ ফুট ১ ইঞ্চি
ওজন হতে হবে৫৪ কেজি৪৬ কেজি
বুকের মাপস্বাভাবিক ৩০ ইঞ্চি
প্রসারণ ৩২ ইঞ্চি
স্বাভাবিক ২৮ ইঞ্চি
প্রসারণ ৩০ ইঞ্চি

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ সার্কুলার

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Bangladesh Army job circular 2024) এই চাকরিতে বাংলাদেশের সকল শিক্ষাগত যোগ্যতা স্বয়ংসম্পূর্ণ নারী ও পুরুষ উভয় পদ ভিত্তিক আবেদন করতে পারবেন। শুধুমাত্র যেই সকল চাকুরী প্রার্থীদের বয়স ২৮ বছরের মাঝে সেসকল চাকরি প্রার্থীরা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ বছর।

বয়স২৮ বছর (০১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে)

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪ এ অনলাইনে আবেদনকারীকে অফেরতযোগ্য আবেদন ফি ১০০০/- টাকা রেজিস্ট্রেশন ফি ১০০০/- টাকা সহ সর্বমোট ২০০০/- টাকা পরিশোধ করতে হবে। এই টাকা VISA, MasterCard, Tap,  Bkash, Nagad, Rocket এর মাধ্যমে পরিশোধ করা যাবে।

নতুন প্রকাশিত হয়েছেঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৪

নিয়োগকর্তা প্রতিষ্ঠানবাংলাদেশ সেনাবাহিনী
প্রতিষ্ঠানের ধরণসরকারি
চাকরির ধরণডিফেন্স চাকরি
পদের ধরণস্থায়ী সরকারি চাকরি
প্রকাশের তারিখ০৫ জুলাই ২০২৪
প্রকাশ মাধ্যমদৈনিক ইত্তেফাক ও নিজস্ব ওয়েবসাইট
লিঙ্গপুরুষ মহিলা (উভয়)
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
শিক্ষাগত যোগ্যতাSSC, HSC ( যেকোন একটিতে ৪.৫০ পেয়ে উত্তীর্ণ)
২০২৪ সালের HSC এ লেভেল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
নির্ধারিত বয়স১৮-২৮ বছর (০১ জানুয়ারি ২০২৫)
আবেদন পদ্ধতিঅনলাইনে আবেদন করেত হবে।
আবেদন শুরু০৫ জুলাই ২০২৪
আবেদন শেষ১০ আগস্ট ২০২৪
আবেদনের ওয়েবসাইটhttps://joinbangladesharmy.army.mil.bd/
প্রতিষ্ঠানে ওয়েবসাইটhttps://www.army.mil.bd/

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ ইমেজ/pdf

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ আবেদন করার পূর্বে নিচে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন। নোটিশে চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান। সে পদ সম্পর্কে বিস্তারিত ভাবে আগে জানুন এবং পদের নাম জেনে এই পেজে দেওয়া নিয়মাবলী অনুসরণ করে আবেদন করুন। আবেদন করার ক্ষেত্রে আপনার সঠিক তথ্য ব্যবহার করুন। সঠিক তথ্য সঠিক জায়গায় পূরণ করে তারপর আবেদন সাবমিট করুন। আবেদন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করার সুযোগ নেই। তাই খুব সতর্কতা অবলম্বন করে আবেদন করুন।

আরো চাকরির খবর

৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজি পদে নিয়োগ ২০২৪

e0a6ace0a6bee0a682e0a6b2e0a6bee0a6a6e0a787e0a6b6 e0a6b8e0a787e0a6a8e0a6bee0a6ace0a6bee0a6b9e0a6bfe0a6a8e0a780 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a7a8e0a7a6e0a7a8e0a7aa e0a6b8e0a6bee
e0a6ace0a6bee0a682e0a6b2e0a6bee0a6a6e0a787e0a6b6 e0a6b8e0a787e0a6a8e0a6bee0a6ace0a6bee0a6b9e0a6bfe0a6a8e0a780 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a7a8e0a7a6e0a7a8e0a7aa e0a6b8e0a6bee 1
e0a6ace0a6bee0a682e0a6b2e0a6bee0a6a6e0a787e0a6b6 e0a6b8e0a787e0a6a8e0a6bee0a6ace0a6bee0a6b9e0a6bfe0a6a8e0a780 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a7a8e0a7a6e0a7a8e0a7aa e0a6b8e0a6bee 2
e0a6ace0a6bee0a682e0a6b2e0a6bee0a6a6e0a787e0a6b6 e0a6b8e0a787e0a6a8e0a6bee0a6ace0a6bee0a6b9e0a6bfe0a6a8e0a780 e0a6a8e0a6bfe0a6afe0a6bce0a78be0a697 e0a7a8e0a7a6e0a7a8e0a7aa e0a6b8e0a6bee 3

আবেদন শুরুর তারিখ: ০৫ জুলাই ২০২৪

আবেদনের সময়সীমা: ১০ আগস্ট ২০২৪

আবেদন করার ওয়েবসাইট

https://join.army.mil.bd

বিস্তারিত দেখুনঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

৯৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আবেদন শুরুর তারিখ: ২৩ ফেব্রুয়ারি ২০২৪

আবেদনের সময়সীমা: ২০ এপ্রিল ২০২৪

আবেদন করার ওয়েবসাইট

https://joinbangladesharmy.army.mil.bd/

আরও দেখুনঃ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

সতর্কতা: বাংলাদেশ সেনাবাহিনী চাকরিতে আবেদন করার ক্ষেত্রে আবেদন করার ফ্রি ব্যতীত অন্য যেকোন ধরনের আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকার জন্য আহবান করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারি চাকরিতে আর্থিক লেনদেন করে লাভবান বা চাকরি পাওয়ার সুযোগ নেই। নিজ যোগ্যতায় আবেদন প্রক্রিয়া অনুযায়ী আবেদন করে সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়ে তুলুন। আর্থিক লেনদেন করে প্রতারিত হলে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃপক্ষ এবং bdgovt.com কর্তৃপক্ষ কোন দায়ভার নেবে না।

বাংলাদেশ সেনাবাহিনী চাকরিতে অনলাইনে আবেদনের নিয়ম

বাংলাদেশ সেনাবাহিনী চাকরি ২০২৪ আবেদন করার জন্য অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়! আবেদন করার জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং নির্দিষ্ট যোগ্যতার অধিকারী হতে হবে। (পদ অনুযায়ী যোগ্যতার ভিন্নতা রয়েছে)। অনলাইনে আবেদন করার জন্য নিচে দেওয়া পদ্ধতিতে আবেদন করতে হবে।

  • প্রথমে https://joinbangladesharmy.army.mil.bd/ এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর ডান সাইডে “Apply Now” এখানে ক্লিক করুন।
  • আপনার কাঙ্খিত পদের সাইডে Apply Now তে চাপুন।
  • নির্দিষ্ট তথ্য দিয়ে চেক করুন আপনি উপযুক্ত কিনা।
  • উপযুক্ত হলে ক্যাপচা পূরণ করে Confirm & Proceed for Payment এখানে চাপুন।
  • উপরে উল্লেখিত মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন।
  • এখন আপনার মেইল বা মোবাইল নাম্বারে ইউজার আইডি ও পাসওয়ার্ড যাবে তা দেখুন।
  • তারপর https://joinbangladesharmy.army.mil.bd/ এখানে প্রবেশ করুন।
  • উপরে ডান সাইডে APPLICANT LOGIN এখানে প্রবেশ করুন।
  • এসএমএস এ পাওয়া username এবং password দিন।
  • নিচের ক্যাপচা পূরণ করে Login করুন।
  • বাংলাদেশ সেনাবাহিনী চাকরির ফরমে আপনার সকল তথ্য দ্বারা পূরণ করুন।
  • Submit বাটনে ক্লিক করে আবেদন শেষ করুন।

এখন বাংলাদেশ সেনাবাহিনী এর “Applicant’s Copy” আপনার মোবাইল বা কম্পিউটারের সংরক্ষণ করুন এবং প্রিন্ট করে সংরক্ষণ করুন।

বিশেষ দ্রষ্টব্য: বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি 2024 এর অনলাইনে আবেদন করার ক্ষেত্রে যে কোন সমস্যার সমাধানে 01713 161979 এই নাম্বারে কল করে সমাধান নিতে পারেন। আপনি চাইলে ইমেইল করার মাধ্যমেও আপনার কাঙ্খিত সমস্যার সমাধান পেতে পারবেন। সেজন্যে আপনাকে [email protected] এই Email Address এর মাধ্যমে E-Mail করে সমস্যার সমাধান পেতে পারেন।

ARMY নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (ARMY Job Circular 2024) সম্পর্কে যে কোন সমস্যার সমাধানে bdgovt.com এর কমেন্টস বক্সে আপনার সমস্যাটি তুলে ধরুন।

আরও চাকরির খবর ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী চাকরির লিখিত পরীক্ষার সময়সূচি

৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজি পদের লিখিত পরীক্ষা আগামী ১৬ আগস্ট ২০২৪ রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

সেনাবাহিনী লিখিত পরীক্ষার ফলাফল

৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজি পদের লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহে আবেদনের ওয়েবসাইটে/এসএমএস/টেলিফোনের মাধ্যমে প্রকাশিত হবে।

বাংলাদেশ সেনাবাহিনী চাকরির মৌখিক পরীক্ষার সময়সূচি

৬০তম বিএমএ স্পেশাল (ইঞ্জিনিয়ার্স/সিগন্যালস্/ইএমই/এইসি), ৫৩তম আরভিএন্ডএফসি এবং ৩৭তম জেএজি পদের মৌখিক পরীক্ষা আগামী ২২ সেপ্টেম্বর ২০২৪ হতে ০৩ অক্টোবর ২০২৪ ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে।

Bangladesh Army Job Circular 2024

বাংলাদেশ সেনাবাহিনী চাকরি ২০২৪ সম্পর্কে আশা করছি সকল তথ্য সম্পর্কে জানতে এবং অনলাইনে আবেদন করতে সক্ষম হয়েছেন। আর এখনো যদি বাংলাদেশ সেনাবাহিনী চাকরিতে আবেদন না করে থাকেন তাহলে আপনি যদি যোগ্য চাকরিপ্রার্থী হয়ে থাকেন তাহলে নির্দিষ্ট সময়ের মাঝে আবেদন করুন। হতে পারে বাংলাদেশ সেনাবাহিনী চাকরির খবর ২০২৪ এ ক্যারিয়ার গড়তে পারবেন। আবেদন করার জন্য উপযুক্ত পদটি নির্বাচন করুন এবং দ্রুত আবেদন করুন।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (আর্মি Job Circular 2024) সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানান। এছাড়াও বাংলাদেশের সকল চাকরির খবর দেখতে https://bdgovt.com ভিজিট করুন।

Leave a Comment